ডি নিগ্রিস অর্গানিক আপেল সিডার ভিনেগার উইথ দি মাদার I De Nigris Organic Apple Cider Vinegar with the Mother I 500 ml

৳ 800.0
আপেল সিডার ভিনেগারের অবিশ্বাস্য যা যা উপকার ??
১. ওজন কমানোর জন্যঃ- যেহেতু আপেল সাইডার ভিনেগার ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করে তাই এটি ওজন কমাতে সাহায্য করে। কিছু জরিপে দেখা গেছে আপেল সাইডার ভিনেগার খেলে খিদা কম লাগে, কম ক্যালোরি খাওয়া হয় যা ওজন কমাতে সাহায্য করে।. ২. ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রন করার জন্যঃ- আপেল সাইডার ভিনেগার খাবারের কিছু শর্করা কে হজমে সাহায্য করে, যাতে করে শর্করাকে গ্লুকোজে দেরি করে পরিণত হয় , ফলে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ থাকে . এটি insulin sensitivity কেও উন্নত করে। ৩. ডায়বেটিস নিয়ন্ত্রন করার জন্যঃ- আপেল সাইডার ভিনেগার ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে। কিছু গবেষণায় বলা হয়েছে, উচ্চ শর্করাযুক্ত খাবার গ্রহণের পর আপেল সাইডার ভিনেগার খেলে ৩৪ শতাংশ ইনসুলিন সংবেদনশীলতার উন্নয়ন করে এবং রক্তে শর্করা পরিমাণ পর্যাপ্ত কমায়। তবে আপনি যদি ডায়াবেটিসের ওষুধ খান তাহলে আপেল সিডার ভিনেগার খাওয়ার আগে অবশ্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। ৪. Ph ব্যালান্স নিয়ন্ত্রণ করে । ৫. ব্যাকটেরিয়া নিধন করার জন্যঃ- আপেল সাইডার ভিনেগার এ থাকা এসিটিক অ্যাসিড বিভিন্ন ধরণের ব্যাকটেরিয়া নিধন করে দেয়,তাই এটি ন্যাচারাল প্রিজারভেটিভ হিসাবেও ব্যবহার করা যায়। ৬. কলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ ও হার্টজনিত রোগের ঝুঁকি কমানোর জন্যঃ- আপেল সাইডার ভিনেগার এ এন্টিঅক্সিডেন্ট কলোরোজেনিক অ্যাসিড (chlorogenic acid ) থাকে , যা আমাদের জন্য ভালো কলেস্টেরল LDL কে অক্সিডাইস হতে বাধা দেয়, যা কিনা হার্ট এর অসুখের ঝুঁকি কমায় দেয়। ৭. খাবার হজমে সাহায্য করার জন্যঃ- জরিপে দেখা গেছে খাবারের ১৫- ২০ মিনিট আগে এক গ্লাস পানিতে ১/২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিলিয়ে খেলে খাবারের হজমে সুবিধা হয়। ৮. চুলের যত্নের জন্য:- শ্যাম্পু করার পরে ACV দিয়ে চুল ধুলে চুল উজ্জ্বল হয় আর খুশকি মুক্ত হয়। ৯. ত্বকের যত্নের জন্যঃ- ACV ব্রণ, বলি রেখা কমায়, স্কিন টোন ভালো করে. sunburn ভালো করতেও এর জুড়ি নেই। এছাড়া বয়সের ছাপ কমিয়ে আনতে এটি অত্যন্ত কার্যকরি। এ কারণে অনেকেই ত্বক পরিচর্যার ক্ষেত্রে আপেল সাইডার ভিনেগার ব্যবহার করে। তিন ভাগের দুইভাগ পানি এবং একভাগ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে তুলা দিয়ে হালকা করে মুখে ব্যবহার করতে হয়। কিন্তু যদি কারো ত্বক বেশি সংবেদনশীল হয় তাহলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। ১০. ACV মুখের দুর্গন্ধ দূর করেঃ- আপেল সাইডার ভিনেগার মুখ পরিষ্কার করার জন্য কার্যকরী উপাদান হিসেবে মনে করা হয়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের শ্বাসের গন্ধ দূর করে। যদি আপনি এটা করতে চান তাহলে অবশ্যই তা পানির সাথে মিশিয়ে নিবেন। এক কাপ বা ২৪০ মিলি পানির সাথে এক টেবিল চামচ ভিনেগার নিতে পারেন। সরাসরি ভিনেগার মুখের ভিতর ব্যবহার করলে দাঁত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ১১. এটি সোর্ থ্রোট , পাকস্থলীর সমস্যা, সাইনুসাইটিস ভালো করতে সাহায্য করে। ১২. খাবার সংরক্ষণের জন্যঃ- অন্যান্য ভিনেগারের মতো আপেল সাইডার ভিনেগারও খাবার সংরক্ষণে চমৎকার কাজ করে। আচার তৈরি এবং খাবার সংরক্ষণে মানুষ হাজার বছর ধরে ভিনেগার ব্যবহার করে আসছে। খাবার অ্যাসিড বাড়াতে কাজ করে আপেল সাইডার ভিনেগার। আর এটি খাবারের এনজাইম নিষ্ক্রিয় করে এবং ব্যাকটেরিয়ারে মেরে ফেলে। এর ফলে খাবার পঁচে না। ১৩. সালাদ তৈরির জন্যঃ- সহজ উপায়ে ঘরে সালাদ তৈরি করতে চাইলে আপেল সাইডার ভিনেগার একটি ভালো উপাদান। এটি সালাদের স্বাদ বাড়াতেও সাহায্য করে। ১৪. ক্যানসারের ঝুঁকি কমানোর জন্যেঃ- আপেল সাইডার ভিনেগার ক্যানসারের ঝুঁকি কমায়।ক্যানসারের কোষ হত্যা ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি কমাতে আপেল সাইডার ভিনেগার কাজ করে। ১৫. পরিষ্কারকঃ- আপেল সাইডার ভিনেগার প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে বেশ জনপ্রিয়। এর কারণ হচ্ছে, এর ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান। এক কাপ পানির সঙ্গে আধা কাপ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে আপনি সব ধরনের পরিষ্কার করার কাজে ব্যবহার করতে পারবেন। ১৬. ঘরের কিটপতঙ্গ মারার ফাঁদ হিসেবেঃ- আপেল সাইডার ভিনেগার ঘরের কিট পতঙ্গ মারার ফাঁদ হিসেবে খুব সহজে ব্যবহার করা যায়। একটি কাপে আপেল সিডার ভিনেগার ঢালুন এবং তাতে কয়েক ফোটা বাসন পরিস্কার করার সাবান মিশিয়ে দিন। এরপর এটাতে পোকা পড়ার সঙ্গে সঙ্গেই মারা যাবে। ১৭. খাবার সুস্বাদু করার জন্যঃ- এছাড়া খাবার সুস্বাদু করতে রান্নার সময় আপেল সাইডার ভিনেগার ব্যবহার করা হয়। মাংসের স্টেককে আরো সুস্বাদু করতে এটি জনপ্রিয় উপাদান। এটি মাংসে চমৎকার মিষ্টি এবং টক স্বাদ তৈরি করে। ১৮. ফলমূল বিষমুক্ত করার জন্যঃ- কিনে আনা ফলমূলে কীটনাশক পদার্থ থাকতে পারে। এছাড়া ফরমালিনের মতো বিষাক্ত পদার্থও থাকতে পারে। এজন্য অনেকে এসব ফলমূল বা শাক-সবজি বিষমুক্ত করতে আপেল সাইডার ভিনেগার দিয়ে ধৌত করে।এছাড়া খাবারের বিপজ্জনক ব্যাকটেরিয়া দূর করে আপেল সাইডার ভিনেগার। উদাহরণ স্বরূপ, ভিনেগার দিয়ে ধৌত করা খাবার থেকে ই কোলি এবং সালমোনেলার মত বিপদজনক ব্যাকটেরিয়া দূর হয়েছে। ১৯. গোসলের সময়ঃ- যে কারণে মানুষ আপেল সাইডার ভিনেগার মুখের ত্বকচর্চায় ব্যবহার করে ঠিক একই কারণে এটি গোসলের সময়ও ব্যবহার করা যায়। ত্বক মসৃন ও সমস্যামুক্ত রাখতে আপেল সাইডার ভিনেগার অত্যন্ত কার্যকরি। ২০. সস হিসেবেঃ- সস হিসেবে আপেল সাইডার ভিনেগার হতে পারে আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেয়ার অন্যতম উপাদান। টমেটো সসের সাথে অল্প করে ভিনেগার মেশালে এটি খাবারকে আরো স্বাদযুক্ত করে দেয়। ২১. স্যুপের মধ্যেঃ- স্যুপের মধ্যে আপেল সাইডার ভিনেগার দেয়া যেতে পারে। এতে স্যুপের স্বাদ আরো কয়েকগুণ বেড়ে যায়। যদি ঘরে তৈরি স্যুপের স্বাদ আরো বাড়িয়ে নিতে চান তাহলে রান্নার শেষের দিকে অল্প করে ভিনেগার মিশিয়ে দিন। ২২. আগাছা বিনাশ করার জন্যঃ- আপেল সাইডার ভিনেগার দিয়ে ঘরেই তৈরি করতে পারেন আগাছা বিনাশ করার ঔষধ। এরপর এটি বাড়ির বাগানের আগাছার উপর স্প্রে করে দিলে সেগুলো মরে যাবে। এছাড়া এর মধ্যে সাবান ও লেবুর রস মেশালে তা আরো কার্যকরী হবে। ২৩. ব্রণ দূর করার জন্যঃ- আপেল সাইডার ভিনেগার এর আন্টিব্যাক্টেরিয়াল প্রভাব প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। যা মুখে ব্রণের বৃদ্ধি কমিয়ে আনে এবং ব্রণ দূরীকরণে সাহায্য করে। এর এসিড মুখের পি এইচ এর মাত্রা ঠিক রাখে এবং অন্যান্য দাগ দূর করতে সহায়তা করে। ২৪. বাসন পরিষ্কারক হিসেবেঃ- বাসার থালা বাসন আরো ভালোভাবে পরিষ্কার এবং এর ব্যাকটেরিয়া দূর করতে অত্যন্ত কার্যকরী আপেল সাইডার ভিনেগার। বাসন পরিষ্কার করা সাবানের সাথে একটু ভিনেগার মিশিয়ে নিলেই এমন উপকার পাওয়া যায়। ২৫. মশা মাছি থেকে পরিত্রাণ পেতেঃ- দুইভাগের একভাগে পানি এবং এক ভাগে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে সারা ঘরে স্প্রে করলে মশা মাছি দূরে থাকবে। এবং পরিবেশ সুন্দর রাখবে। আপেল সিডার ভিনেগার ঘরোয়া কাজের ক্ষেত্রে একটি বহুল ব্যবহৃত উপাদান। এটি ঘরে থাকলে অনেক সমস্যার খুব দ্রুত সমাধান করা যায়।
আপেল সিডার ভিনেগার দু ধরণের হতে পারে;ঘোলাটে এবং স্বচ্ছ। Raw, unfiltered আপেল সিডার ভিনেগার ঘোলাটে বা Cloudy হয়। আপেল সিডার ভিনেগারে যে ঘোলাটে পদার্থ থাকে তা " Mother " নামে পরিচিত। " Mother " যা প্রোটিন, এনজাইম এবং উপকারী ব্যাকটিরিয়া দ্বারা তৈরি হয়। আপেল সিডার ভিনেগারে (with Mother) এ যে প্রোটিন, এনজাইম এবং উপকারী ব্যাকটিরিয়া থাকে তা Probiotics নামেও পরিচিত।
একটি স্বচ্ছ সাদা পাত্রে বা জারে চিনি,আপেল ও পানি দিয়ে পূর্ণ করে , পাত্রের মুখ বন্ধ করে রাখার পর Fermentation প্রক্রিয়া শুরু হয় এবং পরবর্তী তে তা আপেল সিডার ভিনেগারে পরিণত হয়।
Fermentation প্রোসেস চলাকালীন সময়ে প্রোটিন, এনজাইম এবং উপকারী ব্যাকটিরিয়া বা Probiotics জন্মায় যা সাদা বুদবুদ এর মতো হতে পারে। ৪থেকে ৫ মাস পরে এই মিশ্রণ টি আপেল সিডার ভিনেগারে (with Mother) এর পরিণত হয় এবং এর রঙ ঘোলাটে হয়ে। এই আপেল সিডার ভিনেগার (with The Mother) Raw, Infltered, Unpasteurized হতে পারে। Raw আপেল সিডার ভিনেগার কে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে Pasteurized বা filter করা হয়। আমদানি করছে বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন জাতের Apple Cider Vinegar যা ১০০% ভেজালমুক্ত এবং খাঁটি।
বিশেষ দ্রষ্টব্য : পণ্যের মান নিয়ে কোন অভিযোগ থাকলে পণ্য পরিবর্তন অথবা মূল্য ফেরত যোগ্য।আপনার যে কোন পরামর্শ বা উপদেশ সাদরে গ্রহন করা হবে। যা নিরাপদ খাদ্য আন্দোলনে সহায়ক ভূমিকা রাখবে।
⊕ ⇒ ডি নিগ্রিস অর্গানিক আপেল সিডার ভিনেগার উইথ দি মাদার (with The Mother) Raw'এর মূল্য : ? ডি নিগ্রিস অর্গানিক আপেল সিডার ভিনেগার উইথ দি মাদার Raw'এর মূল্য ৫০০ মিলি : ৮০০/- টাকা ? ডি নিগ্রিস অর্গানিক আপেল সিডার ভিনেগার উইথ দি মাদার Raw'এর মূল্য ১০০০ মিলি : ১,৪০০/- টাকা অর্ডার কনফার্ম করার জন্য কল  করুন :: ☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো # 01707001971 ————————————————————————————— ?ঢাকা সিটিতে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। ?ক্যাশ অন ডেলিভারী Cash on Delivery (COD). ?অর্ডার করার জন্য, আমাদের মোবাইলের ইনবক্সে মেসেজ সেন্ড করুনঃ ১.১  নাম # ১.২.ঠিকানা (বিস্তারিত)  #   বাড়ী নম্বর   #  কত তলা/ফ্লাট নম্বর  # , রোড নম্বর   # ,থানার নাম # ( লোকেশনের কাছাকাছি পরিচিত স্থান/বাজার/স্কুলের নাম) ২.১ আপনার মোবাইল নম্বর (সম্ভভ হলে ) ২.২ ২য় কন্টাক্ট পারসনের নাম ও মোবাইল নম্বর ৩. প্রোডাক্ট এর নাম ,কোড অথবা ছবি ও পরিমান [ মেসেজ পাঠানোর পর আমরা আপনার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবো ] ========================================= ?ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ নুন্যতম ৮০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ১৫ টাকা হারে  ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে কুরিয়ার থেকে ডেলিভারি চার্জ ১২০ টাকা ( অতিরিক্ত ওজনে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে )। ?ঢাকা সিটির বাইরে জেলা বা উপজেলায় হোম ডেলিভারি চার্জ ১৫০ টাকা অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ৩০ টাকা হারে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে থেকে অর্ডারটি নিশ্চিত করতে পণ্যের সম্পুর্ন মুল্য ? এডভান্স প্রযোজ্য বিকাশ, নগদ ও রকেট অথবা ব্যাংকের মাধ্যমে। ( COD তে ক্যাশ কালেকশনে ১% চার্জ দিতে হবে । বিকাশ, নগদ ও রকেট চার্জ প্রযোজ্য) ?Bkash  : 0170 700 1971 ( Personal ) ?Nagad : 0170 700 1971 ( Personal ) ?Rocket : 0170 700 19718 ( Personal ) ?DUTCH BANGLA BANK ?AC NAME # MD ABDUR ROUF, SAVINGS AC # 2361 5168 939 ?মোবাইলে অর্ডার দিতে কল করুন ::☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো  #  01707001971 [ সকাল ১০টা থেকে রাত ১০ টার মধ্যে, ফোনে না পেলে এস এম এস দিয়ে রাখুন 0170 700 1971 নম্বরে ]

অর্গানিক কোকোনাট মিল্ক I Organic Coconut Milk I 400 ml

৳ 650.0

Description

Product details of Organic Coconut Milk Ceylon Naturals-400ml -Sri Lanka Brand: Ceylon Naturals Weight: 400ml Origin: Sri Lanka USDA Organic Vegetarian t aids in weight loss.Coconut milkis rich in short and medium chain triglycerides that are considered to behealthyfats. … It contains antioxidants. … Electrolyte balance. … Prevents heart disease. … Strengthens the immune system. … Prevention of anemia. … Healthyhair and skin. … Anti-inflammatory properties. Coconut milk is a white substance that is extracted from the flesh of mature brown coconuts. It has been used for years as an ingredient in desserts, soups, and sauces. It is a popular component of Indian, Thai, Hawaiian and South American cuisines. The process of extraction involves grating the fleshy part of the fruit and soaking it in hot water. The cream that forms on the surface of the liquid is collected to be used as coconut cream while the remaining liquid is then sieved and separated from the pulp to obtain the coconut milk. Nowadays, you can simply buy this product off the shelf in any department store. If you are having bone or joint pain then a diet rich in coconut milk. .
বিশেষ দ্রষ্টব্য : পণ্যের মান নিয়ে কোন অভিযোগ থাকলে পণ্য পরিবর্তন অথবা মূল্য ফেরত যোগ্য।আপনার যে কোন পরামর্শ বা উপদেশ সাদরে গ্রহন করা হবে। যা নিরাপদ খাদ্য আন্দোলনে সহায়ক ভূমিকা রাখবে।
⊕ ⇒ CEYLON MILK ORGANIC COCONUT MILK 400ML BDT 650/- অর্ডার কনফার্ম করার জন্য কল  করুন :: ☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো # 01707001971 ————————————————————————————— ?ঢাকা সিটিতে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। ?ক্যাশ অন ডেলিভারী Cash on Delivery (COD). ?অর্ডার করার জন্য, আমাদের মোবাইলের ইনবক্সে মেসেজ সেন্ড করুনঃ ১.১  নাম # ১.২.ঠিকানা (বিস্তারিত)  #   বাড়ী নম্বর   #  কত তলা/ফ্লাট নম্বর  # , রোড নম্বর   # ,থানার নাম # ( লোকেশনের কাছাকাছি পরিচিত স্থান/বাজার/স্কুলের নাম) ২.১ আপনার মোবাইল নম্বর (সম্ভভ হলে ) ২.২ ২য় কন্টাক্ট পারসনের নাম ও মোবাইল নম্বর ৩. প্রোডাক্ট এর নাম ,কোড অথবা ছবি ও পরিমান [ মেসেজ পাঠানোর পর আমরা আপনার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবো ] ========================================= ?ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ নুন্যতম ৮০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ১৫ টাকা হারে  ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে কুরিয়ার থেকে ডেলিভারি চার্জ ১২০ টাকা ( অতিরিক্ত ওজনে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে )। ?ঢাকা সিটির বাইরে জেলা বা উপজেলায় হোম ডেলিভারি চার্জ ১৫০ টাকা অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ৩০ টাকা হারে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে থেকে অর্ডারটি নিশ্চিত করতে পণ্যের সম্পুর্ন মুল্য ? এডভান্স প্রযোজ্য বিকাশ, নগদ ও রকেট অথবা ব্যাংকের মাধ্যমে। ( COD তে ক্যাশ কালেকশনে ১% চার্জ দিতে হবে । বিকাশ, নগদ ও রকেট চার্জ প্রযোজ্য) ?Bkash  : 0170 700 1971 ( Personal ) ?Nagad : 0170 700 1971 ( Personal ) ?Rocket : 0170 700 19718 ( Personal ) ?DUTCH BANGLA BANK ?AC NAME # MD ABDUR ROUF, SAVINGS AC # 2361 5168 939 ?মোবাইলে অর্ডার দিতে কল করুন ::☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো  #  01707001971 [ সকাল ১০টা থেকে রাত ১০ টার মধ্যে, ফোনে না পেলে এস এম এস দিয়ে রাখুন 0170 700 1971 নম্বরে ]

EVGE Extra Virgin Olive Oil I 750 ml

৳ 1,680.0
ডাঃ মিজানুর রহমান সাজেশন অনুযায়ী 
  • First Cold Pressed
  • Country  Greece
  • Hair  Care
  • Skin Care
  • Sense the goodness in our new Naturel Organic Extra Virgin olive Oil. As nature’s richest source of lauric acid, olive oil promotes a healthy digestive and immunity system. It is also a natural moisturizer to the skin, and conditioner for the hair. Internationally awarded and certified, Naturel Organic Extra Virgin olive
বিশেষ দ্রষ্টব্য : পণ্যের মান নিয়ে কোন অভিযোগ থাকলে পণ্য পরিবর্তন অথবা মূল্য ফেরত যোগ্য।আপনার যে কোন পরামর্শ বা উপদেশ সাদরে গ্রহন করা হবে। যা নিরাপদ খাদ্য আন্দোলনে সহায়ক ভূমিকা রাখবে।
⊕ ⇒  EVGE 1st pressOrganic Extra Virgin Olive’এর মূল্য :  750 ml 1,680/- টাকা EVGE 1st pressOrganic Extra Virgin Olive’এর মূল্য :  500 ml 1,250/- টাকা EVGE 1st pressOrganic Extra Virgin Olive’এর মূল্য :  250 ml 820/- টাকা   অর্ডার কনফার্ম করার জন্য কল  করুন :: ☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো # 01707001971 ————————————————————————————— ?ঢাকা সিটিতে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। ?ক্যাশ অন ডেলিভারী Cash on Delivery (COD). ?অর্ডার করার জন্য, আমাদের মোবাইলের ইনবক্সে মেসেজ সেন্ড করুনঃ ১.১  নাম # ১.২.ঠিকানা (বিস্তারিত)  #   বাড়ী নম্বর   #  কত তলা/ফ্লাট নম্বর  # , রোড নম্বর   # ,থানার নাম # ( লোকেশনের কাছাকাছি পরিচিত স্থান/বাজার/স্কুলের নাম) ২.১ আপনার মোবাইল নম্বর (সম্ভভ হলে ) ২.২ ২য় কন্টাক্ট পারসনের নাম ও মোবাইল নম্বর ৩. প্রোডাক্ট এর নাম ,কোড অথবা ছবি ও পরিমান [ মেসেজ পাঠানোর পর আমরা আপনার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবো ] ========================================= ?ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ নুন্যতম ৮০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ১৫ টাকা হারে  ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে কুরিয়ার থেকে ডেলিভারি চার্জ ১২০ টাকা ( অতিরিক্ত ওজনে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে )। ?ঢাকা সিটির বাইরে জেলা বা উপজেলায় হোম ডেলিভারি চার্জ ১৫০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ৩০ টাকা হারে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে থেকে অর্ডারটি নিশ্চিত করতে পণ্যের সম্পুর্ন মুল্য ? এডভান্স প্রযোজ্য বিকাশ, নগদ ও রকেট অথবা ব্যাংকের মাধ্যমে। ( COD তে ক্যাশ কালেকশনে ১% চার্জ দিতে হবে । বিকাশ, নগদ ও রকেট চার্জ প্রযোজ্য) ?Bkash  : 0170 700 1971 ( Personal ) ?Nagad : 0170 700 1971 ( Personal ) ?Rocket : 0170 700 19718 ( Personal ) ?DUTCH BANGLA BANK ?AC NAME # MD ABDUR ROUF, SAVINGS AC # 2361 5168 939 ?মোবাইলে অর্ডার দিতে কল করুন ::☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো  #  01707001971 [ সকাল ১০টা থেকে রাত ১০ টার মধ্যে, ফোনে না পেলে এস এম এস দিয়ে রাখুন 0170 700 1971 নম্বরে ]

AgriLife Organic Extra Virgin Olive Oil I 500 ml

৳ 900.0
  • Brand: Agrilife
  • Weight:500 ml
  • Origin: Product Of Thailand
  • Vitamin E-Rich Heart Healthy Food. Helps maintain cholesterol levels already in the normal range
  • Natural Antioxidant
  • Great Skin Tonic
  • Flavorless & Odorless
  • Sustainably sourced
  • Provide clean and instant energy
  • Metabolism booster
  • Great for Athletes & body builders
  • Suitable for Ketogenic diet
বিশেষ দ্রষ্টব্য : পণ্যের মান নিয়ে কোন অভিযোগ থাকলে পণ্য পরিবর্তন অথবা মূল্য ফেরত যোগ্য।আপনার যে কোন পরামর্শ বা উপদেশ সাদরে গ্রহন করা হবে। যা নিরাপদ খাদ্য আন্দোলনে সহায়ক ভূমিকা রাখবে।
?AgriLife Organic Extra Virgin Olive Oil 500 ml’এর মূল্য : ৯oo/- টাকা অর্ডার কনফার্ম করার জন্য কল  করুন :: ☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো # 01707001971 ————————————————————————————— ?ঢাকা সিটিতে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। ?ক্যাশ অন ডেলিভারী Cash on Delivery (COD). ?অর্ডার করার জন্য, আমাদের মোবাইলের ইনবক্সে মেসেজ সেন্ড করুনঃ ১.১  নাম # ১.২.ঠিকানা (বিস্তারিত)  #   বাড়ী নম্বর   #  কত তলা/ফ্লাট নম্বর  # , রোড নম্বর   # ,থানার নাম # ( লোকেশনের কাছাকাছি পরিচিত স্থান/বাজার/স্কুলের নাম) ২.১ আপনার মোবাইল নম্বর (সম্ভভ হলে ) ২.২ ২য় কন্টাক্ট পারসনের নাম ও মোবাইল নম্বর ৩. প্রোডাক্ট এর নাম ,কোড অথবা ছবি ও পরিমান [ মেসেজ পাঠানোর পর আমরা আপনার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবো ] ========================================= ?ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ নুন্যতম ৮০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ১৫ টাকা হারে  ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে কুরিয়ার থেকে ডেলিভারি চার্জ ১২০ টাকা ( অতিরিক্ত ওজনে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে )। ?ঢাকা সিটির বাইরে জেলা বা উপজেলায় হোম ডেলিভারি চার্জ ১৫০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ৩০ টাকা হারে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে থেকে অর্ডারটি নিশ্চিত করতে পণ্যের সম্পুর্ন মুল্য ? এডভান্স প্রযোজ্য বিকাশ, নগদ ও রকেট অথবা ব্যাংকের মাধ্যমে। ( COD তে ক্যাশ কালেকশনে ১% চার্জ দিতে হবে । বিকাশ, নগদ ও রকেট চার্জ প্রযোজ্য) ?Bkash  : 0170 700 1971 ( Personal ) ?Nagad : 0170 700 1971 ( Personal ) ?Rocket : 0170 700 19718 ( Personal ) ?DUTCH BANGLA BANK ?AC NAME # MD ABDUR ROUF, SAVINGS AC # 2361 5168 939 ?মোবাইলে অর্ডার দিতে কল করুন ::☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো  #  01707001971 [ সকাল ১০টা থেকে রাত ১০ টার মধ্যে, ফোনে না পেলে এস এম এস দিয়ে রাখুন 0170 700 1971 নম্বরে ]

Tri Flora Nutri Honey Zider I ট্রাই ফ্লোরা নিউট্রি মধু যাইডার I 310 ml

৳ 1,550.0
ডাঃ মিজানুর রহমান সাজেশন অনুযায়ী মধু : Tri Flora Nutri Honey Zider I ট্রাই ফ্লোরা নিউট্রি মধু যাইডার I 310 ml মধুর যত উপকারিতা- আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ) থেকে বর্ণিত, মধু মৃত্যু ব্যাতিত যেকোনো রোগ দূর করতে সক্ষম। আসুন এবার জেনে নাওয়া যাক মধুর উপকারিতা ১. মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়- সাধারানত প্রাকিতিক মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা লাগা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে প্রতিদিন হালকা গরম পানির সাথে মধু ও লেবুর রস মিশিয়ে খান। ২. ওজন কমায় মধু- আপনি যদি প্রতিদিন সকালে মধু খান তাহলে আপনার বাড়তি ওজন কমবে। বিশেষ করে যদি পারেন সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খান এতে করে বেশ খানিকটা ওজন কমে যায় কিছুদিনের মধ্যেই। এছাড়াও এভাবে প্রতিদিন নিয়মিত মধু খেলে লিভার পরিষ্কার থাকে, শরীরের বিষাক্ত উপাদান গুলো বের করে দেয় এবং শরীরের মেদ গলে বের হয়ে যায়। ৩. মধু খেলে বুদ্ধি বাড়ে- মধু যে শুধু আপনার কায়িক শক্তি বাড়ায়, তা নয়। আপনি নিয়মিত প্রতিদিন রাতে শোয়ার আগে এক চামচ মধু খাবেন, কারন ঘুমানোর আগে এক চামচ মধু মস্তিষ্কের কাজ সঠিক ভাবে চালাতে খুব সাহায্য করে ফলে আপনার মস্তিষ্কের শক্তি তথা বুদ্ধির জোর বেড়ে যাবে। যে কোনো কাজে কর্মে আপনার মগজ আগের চেয়ে বেশি কাজ করবে। যাদের সাধারণত মাথা খাটিয়ে কাজ করতে হয়, তাদের জন্য মধু এনে দেবে নতুন উদ্যম ও সৃষ্টিশীলতা। ৪. হৃৎপিণ্ডের সমস্যার ঝুঁকি হ্রাস করতে মধু- মধুর সাথে দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর বিভিন্ন সমস্যা দূর করে এবং রক্তনালী পরিষ্কার করতে সাহায্য করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ১০% পর্যন্ত কমিয়ে দেয়। মধু ও দারচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুকি অনেকাংশে কমে যায় এবং যারা ইতিমধ্যেই একবার হার্ট অ্যাটাক করেছেন তাদের দ্বিতীয়বার অ্যাটাকের ঝুকি কমে যায়। ৫. ব্যথা নিরাময়ে- আপনার শরীরের কি জয়েন্টে জয়েন্টে ব্যথা? প্রচুর বাতের ওষুধ খেয়েও আজও কোনো ফল পাননি? তাহলে আজ থেকে মধু খাউয়া শুরু করুন। আপনার শরীরে যে অবাঞ্ছিত রসের কারণে বাতব্যামোর জন্ম, সে রস অপসারিত করতে মধু বিশেষ ভূমিকা পালন করে থাকে। কিছু দিন পর আপনার বাত ব্যাথা সেরে যাবে। ৬. হজমে সাহায্য করে মধু- যাদের নিয়মিত হজমের সমস্যায় ভুগেন তারা প্রতিদিন সকালে নিয়মিত মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। মধু আপনার পেটের অম্লীয়ভাব কমিয়ে হজম প্রক্রিয়ায় সহায়তা করে। হজমের সমস্যা অনেকাংশে দূর করার জন্য মধু খেতে চাইলে প্রতিবার ভারী খাবারের আগে এক চামচ মধু খেয়ে নিন। বিশেষ করে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মধু খান। ৭. শক্তি বাড়াতে মধু- মধুতে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি। এই প্রাকৃতিক চিনি আপনার শরীরে শক্তি যোগায় এবং শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। বিশেষ করে যাদের মিষ্টি খাবারের নেশা অনেক আছে তারা অন্য মিষ্টি খাবারের বদলি হিসাবে মধু খেয়ে নিন। কিছু মানুষ আছে যারা সারাক্ষন দূর্বলতায় ভোগেন এবং দেখা যায় এই সমস্যা দূর করার জন্য তারা কিছুক্ষন পর পর চা কফি খায়। এই সমস্যায় যারা ভুগছেন তারা প্রতিদিন সকালে নিয়মিত এক চামচ মধু খেয়ে নিন এবং সারা দিন সবল থাকুন। ৮. যৌন দুর্বলতায়- সাধারণত পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খেতে পারেন। তাহলে একটা সময় বেশ উপকার পাবেন। প্রখ্যাত কিছু মধু বিজ্ঞানীদের মতে দৈনিক লিঙ্গে মধু মাখলে লিঙ্গ শক্ত ও মোটা হয় এবং সহবাসে দীর্ঘসময় পাওয়া যায়। নিয়মিত মধু সেবন করলে ধাতু দুর্বল (ধ্বজভঙ্গ) রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ৯. রক্ত পরিষ্কারক- এক গ্লাস হালকা গরম পানির সাথে এক বা দুই চামচ মধু এবং এক চামচ লেবুর রস মেশান। পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রিত পানি খান। এটা রক্ত পরিষ্কার করতে অনেক সাহায্য করে। তাছাড়া রক্তনালী গুলোও পরিষ্কার করে থাকে। ১০. হাঁপানি রোধে- আপনি যদি পারেন আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সাথে সমপরিমাণ মধু এবং আদা মেশান। আপনি দিনে অন্তত তিন বার এই মিশ্রিত পানি খান। এটা হাঁপানি রোধে সহায়তা করবে। ১১. গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি- আপনার হজম সমস্যার সমাধানেও কাজ করে মধু। একটি গবেষণায় বলা হয়েছে, গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পেতে একজন ব্যক্তি প্রতিদিন নিয়মিত তিন বেলা দুই চামচ করে মধু খেতে পারে। এতে করে গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পেতে পারেন। ১২. মধু আয়ু বৃদ্ধি করে- গবেষণায় আরও দেখা গেছে, নিয়মিত যারা মধু ও সুষম খাবারে অভ্যস্ত তুলনামূলক ভাবে সেসব ব্যাক্তিরা বেশি কর্মক্ষম ও নিরোগ হয়ে বেঁচে থাকে। রুপচর্চায় মধুর ৬ উপকারিতা জেনে নিন : আপনি যদি বলেন, মখুর কাজ কি? এটা খায় না মাথায় দেয়! তবে আমরা বলব, এটা দুটোই করে। শুধুমাত্র আপনার খাবার প্লেটেই নয়, আপনি চাইলে এটি রুপচর্চায় ব্যাবহার করতে পারেন। মধু আপনার ত্বক ও চুলের যত্নে রোজকার রুপচর্চায় জায়গা করে নিতে পারে। ১। মধু যখন ময়েশ্চারাইজ়িং মাস্ক : ত্বক যখন অতিরিক্ত মাত্রাই ড্রাই হয়ে যায় তখন আপনি মুখে মধু লাগাতে পারেন। সুধু ১ চামচ মধু নিয়ে ত্বকে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট মধুটা মুখে রেখে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। ২। ক্লিনজ়ার হিসাবে মধু : মধু আপনার শরীরে অ্যান্টিব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। মধু ত্বকের গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করে থাকে।সুধু তাই নয়, মধু ত্বকের সুস্বাস্থ্য গড়ে তোলে। ৩। ব্রনের ট্রিটমেন্ট উপাদান মধু : মধুর মধ্যে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান আপনার ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে। আপনার মুখে যদি ব্রন থাকে তাহলে ব্রণের উপর মধু ১০-১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ৪। সান ট্যান : মধুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। যা আপনার ত্বকে ট্যান পড়ার সম্ভাবনা অনেকাংশে দূর করে। এই ট্যান পড়া দূর করতে মধু ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন। ত্বকে মিশ্রণটি লাগিয়ে কিছু সময় অপেক্ষা করুন, যতক্ষণ না তা শুকিয়ে যাচ্ছে। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ৫। চুলের কোমলতা মধু : চুলকে ময়েশ্চারাইজ় করতে আপনি শ্যাম্পুর সঙ্গে মধু মিক্স করে নিন। তারপর চুলে লাগিয়ে কিছু সময় রাখুন তারপর মিশ্রণটি দিয়ে চুল পরিষ্কার করে নিন।চুল ধুয়ে ফেলার পর দেখবেন, আপনার চুল আগের থেকে কেমন কোমল ও ঝলমলে হয়ে গেছে। ৬। হেয়ার কন্ডিশনার : মধু আপনার হেয়ার কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ দেয়। যদি পারেন মধু ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন। রুক্ষ, শুষ্ক চুলের জন্য এই মিশ্রণটি ভালো কাজ দেয়। মিশ্রণটি ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে তারপর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
বিশেষ দ্রষ্টব্য : পণ্যের মান নিয়ে কোন অভিযোগ থাকলে পণ্য পরিবর্তন অথবা মূল্য ফেরত যোগ্য।আপনার যে কোন পরামর্শ বা উপদেশ সাদরে গ্রহন করা হবে। যা নিরাপদ খাদ্য আন্দোলনে সহায়ক ভূমিকা রাখবে।
⊕ ⇒ ট্রাই ফ্লোরা নিউট্রি মধু যাইডার’এর মূল্য :  ৩১০ মিলি ১,৫৫০/- টাকা   অর্ডার কনফার্ম করার জন্য কল  করুন :: ☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো # 01707001971 ————————————————————————————— ?ঢাকা সিটিতে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। ?ক্যাশ অন ডেলিভারী Cash on Delivery (COD). ?অর্ডার করার জন্য, আমাদের মোবাইলের ইনবক্সে মেসেজ সেন্ড করুনঃ ১.১  নাম # ১.২.ঠিকানা (বিস্তারিত)  #   বাড়ী নম্বর   #  কত তলা/ফ্লাট নম্বর  # , রোড নম্বর   # ,থানার নাম # ( লোকেশনের কাছাকাছি পরিচিত স্থান/বাজার/স্কুলের নাম) ২.১ আপনার মোবাইল নম্বর (সম্ভভ হলে ) ২.২ ২য় কন্টাক্ট পারসনের নাম ও মোবাইল নম্বর ৩. প্রোডাক্ট এর নাম ,কোড অথবা ছবি ও পরিমান [ মেসেজ পাঠানোর পর আমরা আপনার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবো ] ========================================= ?ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ নুন্যতম ৮০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ১৫ টাকা হারে  ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে কুরিয়ার থেকে ডেলিভারি চার্জ ১২০ টাকা ( অতিরিক্ত ওজনে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে )। ?ঢাকা সিটির বাইরে জেলা বা উপজেলায় হোম ডেলিভারি চার্জ ১৫০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ৩০ টাকা হারে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে থেকে অর্ডারটি নিশ্চিত করতে পণ্যের সম্পুর্ন মুল্য ? এডভান্স প্রযোজ্য বিকাশ, নগদ ও রকেট অথবা ব্যাংকের মাধ্যমে। ( COD তে ক্যাশ কালেকশনে ১% চার্জ দিতে হবে । বিকাশ, নগদ ও রকেট চার্জ প্রযোজ্য) ?Bkash  : 0170 700 1971 ( Personal ) ?Nagad : 0170 700 1971 ( Personal ) ?Rocket : 0170 700 19718 ( Personal ) ?DUTCH BANGLA BANK ?AC NAME # MD ABDUR ROUF, SAVINGS AC # 2361 5168 939 ?মোবাইলে অর্ডার দিতে কল করুন ::☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো  #  01707001971 [ সকাল ১০টা থেকে রাত ১০ টার মধ্যে, ফোনে না পেলে এস এম এস দিয়ে রাখুন 0170 700 1971 নম্বরে ]

DETOX Organic Apple Cider Vinegar Infusion With Ginger and Turmeric I 500 ml

৳ 1,325.0
?Organic Vinegar with the mother Imported from Italy?
👉দারুচিনি ও কাঁচা হলুদের নির্যাসে ভিনেগার
সাধারন ভিনেগার এর চেয়ে দ্বিগুণ শক্তিশালী
👉ডায়াবেটিস নিয়ন্ত্রন করে
👉রক্তে কোলেস্টরেল নিয়ন্ত্রন করে
👉ক্ষতিগ্রস্ত রক্তনালী সারিয়ে তোলে
👉দারুচিনি অ্যান্টিব্যাকটেরিয়াল গুন রয়েছে এবং এর ভিনেগার স্বাস্থ্যকর হওয়ার কারণে একটি প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এছাড়াও দারুচিনি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।
👉আর কাঁচা হলুদের ভিনেগার উচ্চ এসিডিটি এবং এন্টিব্যাকটেরিয়াল গুন রয়েছে। এটি ডাইজেস্টিভ সিস্টেমের কাজকর্ম সহজ করে এবং সমস্যার সমাধান করে। কাঁচা হলুদ একটি শক্তিশালী এন্টি঑ক্সিডেন্ট এবং এটি শরীরের ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে।
 ভিনেগার কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটি যেন অর্গানিক এবং মাদারযুক্ত হয়।আপনারা নিশচয়ই জানেন এই মাদার মানে হল ভিনেগারে থাকা জীবন্ত ব্যাকটেরিয়া। আরও বেশি গুরুত্বপূর্ন হল দারুন চাহিদাসম্পন্ন এই পন্যটিও বাংলাদেশের ভেজালের ভিড়ে পরে গেছে।সেগুলো দেখতে একই হলেও নানান কেমিক্যাল ছাড়া আর কিছুই নয়।এসব কেমিক্যাল যদি আপনারা সেবন করেন তবে এর প্রভাব খুব খারাপ হবে তাতে কোন সন্দেহ নেই। সুতরাং সবাই সচেতন হবেন সেই আশাই করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্যই আমাদের একমাত্র কাম্য।
?কিভাবে এবং কখন খাবে:
১ - ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ১০০ - ২০০ মিলি পানিতে মিশিয়ে খেতে হয়। গ্লুকোজ নিয়ন্ত্রণে খাবার খাওয়ার আগে খেলে ইনসুলিন স্পাইক কমাতে সাহায্য করে। দাঁতের এনামেল রক্ষায় স্ট্র ব্যবহার করা উচিত। এবং খাওয়ার পর ভালো ভাবে কুলি করে নিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : পণ্যের মান নিয়ে কোন অভিযোগ থাকলে পণ্য পরিবর্তন অথবা মূল্য ফেরত যোগ্য।আপনার যে কোন পরামর্শ বা উপদেশ সাদরে গ্রহন করা হবে। যা নিরাপদ খাদ্য আন্দোলনে সহায়ক ভূমিকা রাখবে।
অর্ডার কনফার্ম করার জন্য কল  করুন :: ☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো # 01707001971 ————————————————————————————— ?ঢাকা সিটিতে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। ?ক্যাশ অন ডেলিভারী Cash on Delivery (COD). ?অর্ডার করার জন্য, আমাদের মোবাইলের ইনবক্সে মেসেজ সেন্ড করুনঃ ১.১  নাম # ১.২.ঠিকানা (বিস্তারিত)  #   বাড়ী নম্বর   #  কত তলা/ফ্লাট নম্বর  # , রোড নম্বর   # ,থানার নাম # ( লোকেশনের কাছাকাছি পরিচিত স্থান/বাজার/স্কুলের নাম) ২.১ আপনার মোবাইল নম্বর (সম্ভভ হলে ) ২.২ ২য় কন্টাক্ট পারসনের নাম ও মোবাইল নম্বর ৩. প্রোডাক্ট এর নাম ,কোড অথবা ছবি ও পরিমান [ মেসেজ পাঠানোর পর আমরা আপনার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবো ] ========================================= ?ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ নুন্যতম ৮০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ১৫ টাকা হারে  ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে কুরিয়ার থেকে ডেলিভারি চার্জ ১২০ টাকা ( অতিরিক্ত ওজনে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে )। ?ঢাকা সিটির বাইরে জেলা বা উপজেলায় হোম ডেলিভারি চার্জ ১৫০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ৩০ টাকা হারে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে থেকে অর্ডারটি নিশ্চিত করতে পণ্যের সম্পুর্ন মুল্য ? এডভান্স প্রযোজ্য বিকাশ, নগদ ও রকেট অথবা ব্যাংকের মাধ্যমে। ( COD তে ক্যাশ কালেকশনে ১% চার্জ দিতে হবে । বিকাশ, নগদ ও রকেট চার্জ প্রযোজ্য) ?Bkash  : 0170 700 1971 ( Personal ) ?Nagad : 0170 700 1971 ( Personal ) ?Rocket : 0170 700 19718 ( Personal ) ?DUTCH BANGLA BANK ?AC NAME # MD ABDUR ROUF, SAVINGS AC # 2361 5168 939 ?মোবাইলে অর্ডার দিতে কল করুন ::☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো  #  01707001971 [ সকাল ১০টা থেকে রাত ১০ টার মধ্যে, ফোনে না পেলে এস এম এস দিয়ে রাখুন 0170 700 1971 নম্বরে ]

Detox Organic Apple Cider Vinegar Infusion With Cinnamon and Turmeric I 500 ml

৳ 1,325.0
?Organic Vinegar with the mother Imported from Italy?
👉দারুচিনি ও কাঁচা হলুদের নির্যাসে ভিনেগার
সাধারন ভিনেগার এর চেয়ে দ্বিগুণ শক্তিশালী
👉ডায়াবেটিস নিয়ন্ত্রন করে
👉রক্তে কোলেস্টরেল নিয়ন্ত্রন করে
👉ক্ষতিগ্রস্ত রক্তনালী সারিয়ে তোলে
👉দারুচিনি অ্যান্টিব্যাকটেরিয়াল গুন রয়েছে এবং এর ভিনেগার স্বাস্থ্যকর হওয়ার কারণে একটি প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এছাড়াও দারুচিনি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।
👉আর কাঁচা হলুদের ভিনেগার উচ্চ এসিডিটি এবং এন্টিব্যাকটেরিয়াল গুন রয়েছে। এটি ডাইজেস্টিভ সিস্টেমের কাজকর্ম সহজ করে এবং সমস্যার সমাধান করে। কাঁচা হলুদ একটি শক্তিশালী এন্টি঑ক্সিডেন্ট এবং এটি শরীরের ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে।
👉DETOX Organic Apple Cider Vinegar Infusion With Cinnamon and Turmeric (with the Mother)
Price : 500 ml BDT 1325
👉DETOX Organic Apple Cider Vinegar Infusion With Ginger and Turmeric (with the Mother)
Price : 500 ml BDT 1325
👉DETOX Organic Pomegranate Vinegar  (with the Mother)
Price : 500 ml BDT 1325
 ভিনেগার কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটি যেন অর্গানিক এবং মাদারযুক্ত হয়।আপনারা নিশচয়ই জানেন এই মাদার মানে হল ভিনেগারে থাকা জীবন্ত ব্যাকটেরিয়া। আরও বেশি গুরুত্বপূর্ন হল দারুন চাহিদাসম্পন্ন এই পন্যটিও বাংলাদেশের ভেজালের ভিড়ে পরে গেছে।সেগুলো দেখতে একই হলেও নানান কেমিক্যাল ছাড়া আর কিছুই নয়।এসব কেমিক্যাল যদি আপনারা সেবন করেন তবে এর প্রভাব খুব খারাপ হবে তাতে কোন সন্দেহ নেই। সুতরাং সবাই সচেতন হবেন সেই আশাই করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্যই আমাদের একমাত্র কাম্য।
?কিভাবে এবং কখন খাবে:
১ - ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ১০০ - ২০০ মিলি পানিতে মিশিয়ে খেতে হয়। গ্লুকোজ নিয়ন্ত্রণে খাবার খাওয়ার আগে খেলে ইনসুলিন স্পাইক কমাতে সাহায্য করে। দাঁতের এনামেল রক্ষায় স্ট্র ব্যবহার করা উচিত। এবং খাওয়ার পর ভালো ভাবে কুলি করে নিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : পণ্যের মান নিয়ে কোন অভিযোগ থাকলে পণ্য পরিবর্তন অথবা মূল্য ফেরত যোগ্য।আপনার যে কোন পরামর্শ বা উপদেশ সাদরে গ্রহন করা হবে। যা নিরাপদ খাদ্য আন্দোলনে সহায়ক ভূমিকা রাখবে।
?Detox Organic Apple Cider Vinegar Infusion With Cinnamon and Turmeric ’এর মূল্য :  ? Detox Organic Apple Cider Vinegar Infusion With Cinnamon and Turmeric ৫০০ মিলি  ১,৩২৫/-টাকা     অর্ডার কনফার্ম করার জন্য কল  করুন :: ☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো # 01707001971 ————————————————————————————— ?ঢাকা সিটিতে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। ?ক্যাশ অন ডেলিভারী Cash on Delivery (COD). ?অর্ডার করার জন্য, আমাদের মোবাইলের ইনবক্সে মেসেজ সেন্ড করুনঃ ১.১  নাম # ১.২.ঠিকানা (বিস্তারিত)  #   বাড়ী নম্বর   #  কত তলা/ফ্লাট নম্বর  # , রোড নম্বর   # ,থানার নাম # ( লোকেশনের কাছাকাছি পরিচিত স্থান/বাজার/স্কুলের নাম) ২.১ আপনার মোবাইল নম্বর (সম্ভভ হলে ) ২.২ ২য় কন্টাক্ট পারসনের নাম ও মোবাইল নম্বর ৩. প্রোডাক্ট এর নাম ,কোড অথবা ছবি ও পরিমান [ মেসেজ পাঠানোর পর আমরা আপনার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবো ] ========================================= ?ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ নুন্যতম ৮০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ১৫ টাকা হারে  ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে কুরিয়ার থেকে ডেলিভারি চার্জ ১২০ টাকা ( অতিরিক্ত ওজনে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে )। ?ঢাকা সিটির বাইরে জেলা বা উপজেলায় হোম ডেলিভারি চার্জ ১৫০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ৩০ টাকা হারে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে থেকে অর্ডারটি নিশ্চিত করতে পণ্যের সম্পুর্ন মুল্য ? এডভান্স প্রযোজ্য বিকাশ, নগদ ও রকেট অথবা ব্যাংকের মাধ্যমে। ( COD তে ক্যাশ কালেকশনে ১% চার্জ দিতে হবে । বিকাশ, নগদ ও রকেট চার্জ প্রযোজ্য) ?Bkash  : 0170 700 1971 ( Personal ) ?Nagad : 0170 700 1971 ( Personal ) ?Rocket : 0170 700 19718 ( Personal ) ?DUTCH BANGLA BANK ?AC NAME # MD ABDUR ROUF, SAVINGS AC # 2361 5168 939 ?মোবাইলে অর্ডার দিতে কল করুন ::☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো  #  01707001971 [ সকাল ১০টা থেকে রাত ১০ টার মধ্যে, ফোনে না পেলে এস এম এস দিয়ে রাখুন 0170 700 1971 নম্বরে ]

Palermo Avocado Oil I 500ml

৳ 920.0
অ্যাভোকাডোর বহুগুণ: হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য অ্যাভোকাডো উপকারী। জার্নাল অফ দি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশেন (Journal of the American Heart Association)-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে এই কথা। সেখানে বলা হয়েছে, অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ফাইবার (Fiber) রয়েছে। আনস্যাচুরেটেড (Unsaturated) ফ্যাট রয়েছে। বিশেষ করে রয়েছে মোনোস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য উপকারী। এই পদার্থগুলির উপস্থিতির জন্য হৃদযন্ত্রের সমস্যার ঝুঁকি কমিয়ে দেয় অ্যাভোকাডো। এর আগেও এই নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল (Clinical Trial) হয়েছে। সেখানেও হৃদপিন্ডের স্বাস্থ্য ভাল রাখতে অ্যাভোকাডোর গুণ রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এই গবেষণার তারই স্বপক্ষে প্রমাণ মিলেছে বলে দাবি গবেষকদের। ভিটামিনের সমাহার: ফলে অ্যাভোকাডো থেকে তৈরি ভোজ্যতেলেও (Edible Oil) রয়েছে উপকার। ওমেগা থ্রি, ভিটামিন এ, ডি, ই-এর মতো একাধিক ভিটামিনের (Vitamin) উপস্থিতি রয়েছে এই ভোজ্যতেলে। হৃদযন্ত্রের জন্য উপকারী: লো স্যাচুরেটেড ফ্যাট থাকায় এই তেল হৃদযন্ত্রের জন্য ভাল। খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অ্যাভোকাডো অয়েল (Avocado Oil)। ভিটামিন ই-এর উপস্থিতি রক্তবাহী ধমনীর স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। কিডনিতে পর্যাপ্ত পরিমাণে ফ্যাটি অ্যাসিড রাখতে সাহায্য করে। গাঁটের ব্যথায় সুরাহা: শরীরে বিভিন্ন গাঁটে প্রয়োজনীয় fluid কমে যায় বলে যন্ত্রণা হয়। এর ফলে গাঁটের নড়াচড়াও সীমিত হয়ে যায়। অ্যাভোকাডো তেল মালিশ করলে বা খেলে- দুভাবেই গাঁটের এই সমস্যা থেকে সুরাহা মেলে বলে দাবি। ত্বকের জন্যও ভাল: ত্বকে নানারকম অ্যালার্জি (Allergy) বা ছত্রাকঘটিত সংক্রমণ দেখা যায় বর্ষাকালে। এই সময়ে অ্যাভোকাডো তেল কাজে আসে। নিয়মিত মালিশে ত্বকের সংক্রমণ ঠেকাতে পারে। একজিমা, ব্রণ, ডার্মাটাইটিসের নিরাময়ে এই তেল অনেকসময় ব্যবহার করা হয়। অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর: ভরপুর অ্যান্টি অক্সিড্যান্ট (Anti Oxidant) রয়েছে এই তেলে। যা আদতে কোষের স্বাস্থ্য ভাল রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করে। বলা হয়েছে থাকে, অ্যাভোকাডোর তেল সহজে শরীরে খাদ্যদ্রব্যের পুষ্টি নিতে সাহায্য করে থাকে। ক্যারোটিনের মাত্রাও বৃদ্ধি করে  
বিশেষ দ্রষ্টব্য : পণ্যের মান নিয়ে কোন অভিযোগ থাকলে পণ্য পরিবর্তন অথবা মূল্য ফেরত যোগ্য।আপনার যে কোন পরামর্শ বা উপদেশ সাদরে গ্রহন করা হবে। যা নিরাপদ খাদ্য আন্দোলনে সহায়ক ভূমিকা রাখবে।
অর্ডার কনফার্ম করার জন্য কল  করুন :: ☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো # 01707001971 ————————————————————————————— ?ঢাকা সিটিতে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। ?ক্যাশ অন ডেলিভারী Cash on Delivery (COD). ?অর্ডার করার জন্য, আমাদের মোবাইলের ইনবক্সে মেসেজ সেন্ড করুনঃ ১.১  নাম # ১.২.ঠিকানা (বিস্তারিত)  #   বাড়ী নম্বর   #  কত তলা/ফ্লাট নম্বর  # , রোড নম্বর   # ,থানার নাম # ( লোকেশনের কাছাকাছি পরিচিত স্থান/বাজার/স্কুলের নাম) ২.১ আপনার মোবাইল নম্বর ২.২ ২য় কন্টাক্ট পারসনের নাম ও মোবাইল নম্বর (সম্ভভ হলে ) ৩. প্রোডাক্ট এর নাম ,কোড অথবা ছবি ও পরিমান [ মেসেজ পাঠানোর পর আমরা আপনার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবো ] ========================================= ?ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ নুন্যতম ৮০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ১৫ টাকা হারে  ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে কুরিয়ার থেকে ডেলিভারি চার্জ ১৫০ টাকা ( অতিরিক্ত ওজনে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে )। ?ঢাকা সিটির বাইরে জেলা বা উপজেলায় হোম ডেলিভারি চার্জ ১৫০ টাকা অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ৩০ টাকা হারে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে থেকে অর্ডারটি নিশ্চিত করতে পণ্যের সম্পুর্ন মুল্য ? এডভান্স প্রযোজ্য বিকাশ, নগদ ও রকেট অথবা ব্যাংকের মাধ্যমে। ( COD তে ক্যাশ কালেকশনে ১% চার্জ দিতে হবে । বিকাশ, নগদ ও রকেট চার্জ প্রযোজ্য) ?Bkash  : 0170 700 1971 / 018 1200 1200 ( Personal ) ?Nagad : 0170 700 1971 / 018 1200 1200 ( Personal ) ?Rocket : 0170 700 19718 / 018 1200 1200 ( Personal ) ? ব্যাংক # ইস্টার্ন ব্যাংক লিমিটেড ( Eastern Bank Ltd. ) , নাম # পিওর ষ্টোর (Pure Store) , কারেন্ট একাউন্ট নম্বর # 1161 0700 00491, বনানী শাখা রাউটিং নম্বর # 0952 60439 ?মোবাইলে অর্ডার দিতে কল করুন ::☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো  #  01707001971 [ সকাল ১০টা থেকে রাত ১০ টার মধ্যে, ফোনে না পেলে এস এম এস দিয়ে রাখুন 0170 700 1971 নম্বরে ]

অর্গানিক কোকোনাট ময়দা I Organic Coconut Flour I 500 gm

৳ 1,150.0
Coconut flour is a gluten-free flour made solely from coconuts. It's high in fiber and is a good source of protein. Adding it to your diet may promote stable blood sugar, good digestion, and heart health. It may also support a healthy body weight when consumed as part of a nutritious, balanced diet. Product details of Ceylon Nature Organic Coconut Flour 500gm Product Type: Organic Coconut Flour Brand: Ceylon Naturals Weight: 500gm 100% Original Origin of Srilanka
বিশেষ দ্রষ্টব্য : পণ্যের মান নিয়ে কোন অভিযোগ থাকলে পণ্য পরিবর্তন অথবা মূল্য ফেরত যোগ্য।আপনার যে কোন পরামর্শ বা উপদেশ সাদরে গ্রহন করা হবে। যা নিরাপদ খাদ্য আন্দোলনে সহায়ক ভূমিকা রাখবে।
⊕ ⇒ CEYLON ORGANIC COCONUT FLOUR 500gm BDT1150 /- অর্ডার কনফার্ম করার জন্য কল  করুন :: ☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো # 01707001971 ————————————————————————————— ?ঢাকা সিটিতে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। ?ক্যাশ অন ডেলিভারী Cash on Delivery (COD). ?অর্ডার করার জন্য, আমাদের মোবাইলের ইনবক্সে মেসেজ সেন্ড করুনঃ ১.১  নাম # ১.২.ঠিকানা (বিস্তারিত)  #   বাড়ী নম্বর   #  কত তলা/ফ্লাট নম্বর  # , রোড নম্বর   # ,থানার নাম # ( লোকেশনের কাছাকাছি পরিচিত স্থান/বাজার/স্কুলের নাম) ২.১ আপনার মোবাইল নম্বর (সম্ভভ হলে ) ২.২ ২য় কন্টাক্ট পারসনের নাম ও মোবাইল নম্বর ৩. প্রোডাক্ট এর নাম ,কোড অথবা ছবি ও পরিমান [ মেসেজ পাঠানোর পর আমরা আপনার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবো ] ========================================= ?ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ নুন্যতম ৮০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ১৫ টাকা হারে  ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে কুরিয়ার থেকে ডেলিভারি চার্জ ১২০ টাকা ( অতিরিক্ত ওজনে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে )। ?ঢাকা সিটির বাইরে জেলা বা উপজেলায় হোম ডেলিভারি চার্জ ১৫০ টাকা ( অতিরিক্ত ওজনে প্রতি কেজির জন্য ৩০ টাকা হারে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে)। ?ঢাকা সিটির বাইরে থেকে অর্ডারটি নিশ্চিত করতে পণ্যের সম্পুর্ন মুল্য ? এডভান্স প্রযোজ্য বিকাশ, নগদ ও রকেট অথবা ব্যাংকের মাধ্যমে। ( COD তে ক্যাশ কালেকশনে ১% চার্জ দিতে হবে । বিকাশ, নগদ ও রকেট চার্জ প্রযোজ্য) ?Bkash  : 0170 700 1971 ( Personal ) ?Nagad : 0170 700 1971 ( Personal ) ?Rocket : 0170 700 19718 ( Personal ) ?DUTCH BANGLA BANK ?AC NAME # MD ABDUR ROUF, SAVINGS AC # 2361 5168 939 ?মোবাইলে অর্ডার দিতে কল করুন ::☎ মোবাইল / হোয়াটস এপপ্স / ইমো  #  01707001971 [ সকাল ১০টা থেকে রাত ১০ টার মধ্যে, ফোনে না পেলে এস এম এস দিয়ে রাখুন 0170 700 1971 নম্বরে ]